ঢাকা, রবিবার   ২৭ জুলাই ২০২৫,   শ্রাবণ ১১ ১৪৩২

শাপলা ফুল তুলতে গিয়ে শিশুর মৃত্যু

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ০৩:৫৪ পিএম, ৩ অক্টোবর ২০২১ রবিবার

নওগাঁর মান্দায় শাপলা ফুল তুলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে জান্নাতুন ইতি (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি এক সপ্তাহ আগে তার নানার বাড়িতে বেড়াতে আসে।

রোববার (৩ অক্টোবর) সকালে তার লাশ ভেসে উঠলে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে। উপজেলার পরানপুর ইউনিয়নের বান্দাইপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত জান্নাতুন জেলার মহাদেবপুর উপজেলার বিনোদপুর গ্রামের ইসরাইল হোসেনের মেয়ে ও বান্দাইপুর গ্রামের আব্দুস সালামের নাতনী। 
 
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জান্নাতুন শনিবার দুপুরে সকলের অগোচরে নানার বাড়ির পাশে একটি পুকুরে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে যায়। স্বজনরা অনেক খোঁজাখুঁজির একপর্যায় রোববার সকালে তার লাশ পুকুরের পানিতে ভেসে উঠে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। 

পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। 

এএইচ/