ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

‘বয়স মনে করিয়ে দিচ্ছেন কেন?’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:৫৪ পিএম, ৪ অক্টোবর ২০২১ সোমবার | আপডেট: ০৫:৫৬ পিএম, ৪ অক্টোবর ২০২১ সোমবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বয়স যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়, তা হাস্যরসের মধ্যে দিয়ে স্মরণ করিয়ে দিয়েছেন তিনি।

সোমবার গণভবনে এক সংবাদ সম্মেলনে প্রশ্নোত্তর পর্বে সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী কথা বলার সুযোগ পেয়ে প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানান। 

সে সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বলেন, “আপনি বয়স মনে করায়ে দিচ্ছেন কেন বার বার?

“বুড়ো হচ্ছি, সে কথা বার বার মনে করিয়ে দিচ্ছেন।”

সে সময় উপস্থিত সবার মধ্যে মৃদু হাস্যরসের সৃষ্টি হয়। ইকবার সোবহান চৌধুরী নিজেও হেসে ফেলেন। এ বছর ৭৫ বছরে পা রেখেছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বেগম ফজিলাতুন্নেসা মুজিবের প্রথম সন্তান শেখ হাসিনার জন্ম ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায়। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে অংশ নিয়ে ফেরার পর সোমবার সংবাদ সম্মেলনে আসেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা গত ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদাঙ্ক অনুসরণ করে বাংলায় ভাষণ দেন তিনি। গত ১৯ থেকে ২৪ সেপ্টেম্বর নিউ ইয়র্কে অবস্থানকালে তিনি বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের ও রুদ্ধদ্বার বৈঠকে যোগ দেন এবং বিভিন্ন সরকার, রাষ্ট্র ও সংগঠনের প্রধানের সঙ্গে কয়েকটি দ্বিপক্ষীয় বৈঠকে বসেন।

প্রধানমন্ত্রী গত ১ অক্টোবর দেশে ফেরেন।

 

এএইচএস