ঢাকা, শনিবার   ০৮ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৩ ১৪৩২

দৌলতদিয়ায় যানবাহনের দীর্ঘ সারি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:৫২ পিএম, ৫ অক্টোবর ২০২১ মঙ্গলবার

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে গত দুইদিন ধরে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়ে আসছে। অতিরিক্ত যানবাহনের চাপে এই যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে ঘাট কর্তৃপক্ষ। এতে যাত্রী ও যানবহনের চালক এবং সংশ্লিষ্টরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।

ঘাট সংশ্লিষ্টরা জানান, মঙ্গলবার সকাল থেকেই দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্ট থেকে গোয়ালন্দ ফায়ার সার্ভিস পর্যন্ত অন্তত ৪ কিলোমিটার জুড়ে পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসের দীর্ঘ সারি দেখা গেছে। ফেরির জন্য অপেক্ষমান যানবাহনগুলোর মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি। কর্তৃপক্ষ যাত্রী ভোগান্তির বিষয়টি বিবেচনা করে অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী ও পচনশীল দ্রব্যের যানবাহনকে পার করার কারণে পণ্যবাহী ট্রাকের সংখ্যা সময় বাড়ার সঙ্গে সঙ্গে আরও বাড়ছে।

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ বলছে, এই রুটে ছোট বড় মিলে ২০টি ফেরি চলাচল করছে। অতিরিক্ত যানবাহনের চাপে সৃষ্টি হওয়া যানযট পরিস্থিতি স্বাভাবিকে আনতে কাজ চলছে।
কেআই//