ঢাকা, মঙ্গলবার   ০৭ মে ২০২৪,   বৈশাখ ২৩ ১৪৩১

ভুয়া র‌্যাব সদস্য আটক

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ০৪:১৩ পিএম, ৬ অক্টোবর ২০২১ বুধবার

নাটোরের সিংড়া থেকে টিপু সুলতান নামে এক ভুয়া র‌্যাব সদস্যকে আটক করেছে র‌্যাব-৫ এর সদস্যরা। সে র‌্যাবের পরিচয় দিয়ে ভয়ভীতি প্রদর্শনপূর্বক অর্থ দাবি করে আসছিল।

বুধবার সকালে উপজেলার বিলদহর বাজার থেকে তাকে আটক করা হয়। আটক টিপু সুলতান একই এলাকার মহসিন আলী প্রামাণিকের ছেলে।

র‌্যাব-৫ ও সিপিসি-২ নাটোর ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন জানান, গত মঙ্গলবার (৫ অক্টোবর) নাটোর র‌্যাব ক্যাম্পে জনৈক মোস্তফা কামাল লিখিত অভিযোগ করেন যে, একজন অজ্ঞাত ব্যক্তি র‌্যাবের পরিচয় দিয়ে ফোনে ভয়ভীতি প্রদর্শনপূর্বক অর্থ দাবি করে। 

তার অভিযোগের প্রেক্ষিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ এর সদস্যরা উপজেলার বিলদহর বাজার এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব সদস্য পরিচয়দানকারী টিপু সুলতানকে প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল ও সীমসহ আটক করে। জিজ্ঞাসাবাদে সে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেছে। 

এ ঘটনায় সিংড়া থানায় অভিযুক্ত টিপু সুলতানের বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে।

এএইচ/