যৌনকর্মীর গলাকাটা মরদেহ উদ্ধার
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৪:১৯ পিএম, ৯ অক্টোবর ২০২১ শনিবার

রাজবাড়ী জেলার দৌলতদিয়া যৌনপল্লীতে ঋতু আক্তার (৩০) নামের এক যৌনকর্মীর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে যৌনপল্লীর সুজন খন্দকারের বাড়িতে বসবাস করতো। তার বাড়ি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায়।
যৌনপল্লীর বাসিন্দারা জানান, শনিবার সকালে ঋতু আক্তারের কক্ষ থেকে রক্ত গড়িয়ে বাইরে আসতে দেখেন তারা। এরপর ঘরে গিয়ে গলাকাটা অবস্থায় ঋতুকে দেখতে পায় তারা। পরে বিষয়টি গোয়ালন্দ ঘাট থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ঋতুর মেয়ে জানায়, রাতে সে প্রতিদিনের মত পাশের একটি ঘরে ঘুমিয়ে ছিল। সকাল ৮টার দিকে তাকে স্থানীয়রা ডেকে বলে তার মাকে হত্যা করা হয়েছে। তার মায়ের সাথে কারো কোন শত্রুতা ছিল না বলেও জানায় সে। সেই সঙ্গে মা হত্যার বিচার দাবি করেন মেয়েটি।
স্থানীয় একাধিক যৌনকর্মী জানায়, শনিবার ভোর রাতের দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা ঋতুকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায় বলে ধারণা তাদের।
গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীর জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজবাড়ীর মর্গে পাঠানো হয়েছে। সেই সাথে ঘটনা তদন্তে সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটনের চেষ্টা করা হচ্ছে।
এমএম//