ঢাকা, বুধবার   ১৫ মে ২০২৪,   চৈত্র ৩১ ১৪৩১

গাফ্ফার চৌধুরীর রোগমুক্তি কামনা পররাষ্ট্রমন্ত্রীর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:০৮ পিএম, ১২ অক্টোবর ২০২১ মঙ্গলবার

যুক্তরাজ্য প্রবাসী লেখক, সাংবাদিক ও জনপ্রিয় কলামিস্ট আবদুল গাফ্ফার চৌধুরীর রোগমুক্তি ও সুস্থতা কামনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার এক বার্তায় তার রোগমুক্তি কামনা করেন। 

ন্যাম সম্মেলনে যোগদানের জন্য সার্বিয়া সফররত পররাষ্ট্রমন্ত্রী এক বার্তায় বলেন, “নিউমোনিয়া ও আর্থ্রাইটিসসহ অন্যান্য জটিলতার কারণে অসুস্থ গাফ্ফার চৌধুরীকে সৃষ্টিকর্তা যেন দ্রুত আরোগ্য ও পরিপূর্ণ সুস্থতা দান করেন। একই সঙ্গে তিনি জনপ্রিয় এ কলামিস্টের রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।” 

বার্ধক্যজনিত রোগে শারীরিক অবস্থার অবনতি হলে সম্প্রতি আবদুল গাফ্‌ফার চৌধুরীকে হাসপাতালে ভর্তি করা হয়।

ভাষা সৈনিক গাফ্‌ফার চৌধুরী ১৯৩৪ সালে বরিশালে জন্ম নেন। ১৯৫৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ অনার্স পাস করে ইত্তেফাক সম্পাদক তফাজ্জল হোসেন মানিক মিয়ার রাজনৈতিক পত্রিকা ‘চাবুক’র দায়িত্ব নেন।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় প্রবাসী সরকারের মুখপাত্র ‘জয়বাংলা’য় কাজ করেন গাফ্‌ফার চৌধুরী। ১৯৭৪ সালে অসুস্থ স্ত্রীর চিকিৎসার জন্য যুক্তরাজ্যে চলে যান তিনি। এরপর সেখানেই স্থায়ী হন। বর্তমানে তিনি লন্ডন থেকে দেশের সংবাদপত্রে নিয়মিত কলাম লেখেন।
এসএ/