ঢাকা, বৃহস্পতিবার   ১৪ নভেম্বর ২০২৪,   কার্তিক ৩০ ১৪৩১

মা হলেন অভিনেত্রী নাজিরা মৌ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:৫৭ পিএম, ১২ অক্টোবর ২০২১ মঙ্গলবার

কন্যাসন্তানের জন্ম দিয়েছেন মডেল-অভিনেত্রী নাজিরা আহমেদ মৌ। সোমবার রাত ১০টা ৫৪ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে প্রথম সন্তানের জন্মদেন তিনি।
   
সোশ্যাল মিডিয়ায় মৌ নিজেই খবরটি জানিয়েছেন। মেয়ের নাম রেখেছেন মাইরা রহমান।

মৌ আরও জানান, দুজনই সুস্থ আছেন। তবে হাসপাতালে আরো তিন দিনের মতো থাকতে হতে পারে। নিজের এবং মেয়ের জন্য সবার কাছে দোয়াও চেয়েছেন অভিনেত্রী।

চলতি বছরের ২০ জানুয়ারি পারিবারিকভাবে যুক্তরাজ্য প্রবাসী ব্যবসায়ী মিজানুর রহমান মুরাদের সঙ্গে ঘর বাঁধেন মৌ। জানুয়ারিতে বিয়ে হলেও খবরটি তিন মাস পর এপ্রিলে প্রকাশ করেন ছোট পর্দায় এই অভিনেত্রী।  

২০০৬ সালে বিনোদন বিচিত্রা প্রতিযোগিতায় রানারআপ হয়ে শোবিজে আসেন নাজিরা মৌ। পরের বছরই দেবাশীষ বিশ্বাসের নাটক দিয়ে অভিনয়ে পথচলা শুরু তার। পরের ৮ বছর শুধু র‌্যাম্প মডেল ও বিজ্ঞাপনে কাজ করেছেন। ২০১৫ সাল থেকে টেলিভিশনে নিয়মিত অভিনয় করছেন তিনি।  

মৌ অভিনীত প্রথম সিনেমা ‘নন্দিনী’ মুক্তি অপেক্ষায় রয়েছে। এতে তার বিপরীতে অভিনয় করেছেন ইন্দ্রনীল সেনগুপ্ত।
এমএম/ এসএ/