ঢাকা, শনিবার   ০২ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৮ ১৪৩২

খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:৫৮ পিএম, ১২ অক্টোবর ২০২১ মঙ্গলবার

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় খেলতে গিয়ে পানিতে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। তাদের নাম রিফাত সাড়ে ৩ বছর, ও কাউসার (৩)। 

মঙ্গলবার সকালে উপজেলার কাশিপুর ইউনিয়নের চিকনমাটি গ্রামে বাড়ির পাশে এ ঘটনা ঘটে। রিফাত সাহাব উদ্দিনের ছেলে ও কাউসার ছাবলু মোহাম্মদের ছেলে। 

স্থানীয়রা জানায়, সকাল ১০টার দিকে শিশু দুটি বাড়ির পাশে খেলা করছিল। হঠাৎ তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে বাড়ির কিছু দূরে এক ব্যক্তি পুকুরে গরু গোসল করাতে গিয়ে শিশু কাউসারের মরদেহ ভাসতে দেখতে পায়। 

খবর পেয়ে পরিবারের লোকজন পুকুর থেকে কাউসারের লাশ উদ্ধার করে। এরপর ওই পুকুরেই প্রায় এক ঘন্টা খোঁজাখুঁজির পর শিশু রিফাতেরও লাশ পাওয়া যায়।
 
রানীশংকৈল থানার অফিসার ইনচার্জ জাহিদ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কেআই//