ঢাকা, বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৫ ১৪৩১

গাজীপুরে প্রতিমা ভাংচুর, আটক ২০

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:৩০ পিএম, ১৪ অক্টোবর ২০২১ বৃহস্পতিবার

গাজীপুরের কাশিমপুরে তিনটি পূজামণ্ডপে প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে জিএমপি পুলিশ ২০ জনকে আটক করেছে।

বৃহস্পতিবার সকালে এই ভাংচুরের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল ৭টার দিকে লাঠিসোটা হাতে ৫০-৬০ জনের সংঘবদ্ধ একটি দল ওই এলাকার রাধা গবিন্দ মন্দির, পালপাড়া যুবসংঘ মন্দির ও সুবল দাসের বাড়ির তিনটি মন্দির ভাংচুর করে। পূজারীরা বাধা দিতে গেলে হামলাকারীরা মারধোরের ভয় দেখিয়ে তাদের দূরে সরিয়ে দেয়। 

খবর পেয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবীর, জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই এলাকার ২০ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান পুলিশ কমিশনার।

গাজীপুর জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম জানান, জড়িতদের আইনের আওতায় আনা হবে।

এএইচ/