ঢাকা, মঙ্গলবার   ০৭ মে ২০২৪,   বৈশাখ ২৩ ১৪৩১

পানের পিক তুলতেই ১২ হাজার কোটি টাকা খরচ!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪১ পিএম, ১৪ অক্টোবর ২০২১ বৃহস্পতিবার | আপডেট: ০৮:৫৮ পিএম, ১৪ অক্টোবর ২০২১ বৃহস্পতিবার

ট্রেনের কামরা এবং রেলস্টেশনে যাত্রীদের ফেলা পানের পিক পরিস্কার করতে প্রতি বছর প্রায় ১২ হাজার কোটি টাকা খরচ হয় ভারতীয় রেল কর্তৃপক্ষের। 

করোনার কারণে প্রায় দু'বছর ধরে চলছে স্বাস্থ্যবিধি মেনে চলার গাইডলাইন। এক্ষেত্রে সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে পরিচ্ছন্নতার উপরে। কিন্তু তাতে কী! পানের পিক ফেলতে তো আর বাধা নেই। তাই হরহামেশাই পানের পিক ফেলেন আম জনতা। 

এতেই বিপাকে পড়েছে ভারতীয় রেল কর্তৃপক্ষ। প্রতিবছর এই বাবদ প্রায় ১২হাজার কোটি টাকাও খরচ করছে তারা।  

তবে এবারে সমস্যার সমাধান হতে চলেছে। ঠিক হয়েছে থুতু ফেলার জন্য রেল স্টেশনে বসানো হবে কিয়স্ক। 

এতে স্টেশন বা লাইনে থুতু না ফেলে কিয়স্ক ব্যবহার করতে পারবেন সবাই। তাই পানের পিকও আর যেখানে সেখানে ফেলতে হবে না। 

দেশটির ৪২টি স্টেশনে আপাতত এই ধরনের কিয়স্ক বসানোর পরিকল্পনা রয়েছে। এইসব কিয়স্কে থাকবে এক ধরনের পাউচ। সেখানেই থতু ফেলা যাবে।

এতে সমস্যা অনেকটাই সমাধান হবে বলে আশা করছে রেল কর্তৃপক্ষ। কিন্তু প্রশ্ন একটাই, এই নিয়ম টি মানবেন তো যাত্রীরা? 

সূত্র: জি ২৪ ঘণ্টা

এসবি/