ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৭ ১৪৩১

৩৮তম বিসিএস থেকে ২৩৫ জনের নিয়োগ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:৫৩ পিএম, ১৬ অক্টোবর ২০২১ শনিবার

৩৮তম বিসিএসে উত্তীর্ণ হয়েও ক্যাডার না পাওয়া ২৩৫ জনকে নন-ক্যাডার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩৮তম বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ, কিন্তু পদ স্বল্পতার কারণে ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত নন এমন প্রার্থীদের মধ্য থেকে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীন পলিটেকনিক/মনো টেকনিক ইনস্টিটিউটে জুনিয়র ইনস্ট্রাক্টর (নন-ক্যাডার) পদে সুপারিশপ্রাপ্ত ২৩৫ জন শিক্ষকের নিয়োগ আদেশ জারি করা হয়েছে। 

এর আগে ৩৮তম বিসিএস থেকে কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীন বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজে ৮৪৫ জন শিক্ষকের নিয়োগ আদেশ জারি করা হয় বলে সূত্র জানিয়েছে।

আরকে//