ঢাকা, মঙ্গলবার   ১৪ মে ২০২৪,   বৈশাখ ৩০ ১৪৩১

ঈদে দেশের প্রায় দু’শো সিনেমা হলে মুক্তি পেয়েছে মাত্র ৩ টি ছবি

প্রকাশিত : ০৪:১১ পিএম, ২৭ জুন ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০৫:০৮ পিএম, ২৮ জুন ২০১৭ বুধবার

ঈদে দেশের প্রায় দু’শো সিনেমা হলে মুক্তি পেয়েছে মাত্র তিনটি ছবি। এর মধ্যে দুটি ছবিই ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনার। দর্শকরা সিনেমার গল্পে নতুনত্ব পছন্দ করেন, কিছুটা দক্ষিণের আমেজ আর মুখরোচক গানেও মুগ্ধ। আর বেসরকারী টেলিভিশন চ্যানেলে সপ্তাহব্যাপী প্রচারিত হচ্ছে প্রায় ৪’শর বেশি নাটক। বেশিরভাগই কমেডি ধাঁচের। 

ঈদে বিনোদনের অন্যতম কেন্দ্রস্থল দেশের সিনেমা হল। প্রতিটি উৎসবে মুক্তির অপেক্ষায় থাকে নতুন সিনেমা। দর্শকদের উপচে পড়া ভীড়ও চোখে পড়ে ওই সময়।

এবারও মুক্তি পেয়েছে তিনটি সিনেমা। এর মধ্যে রাজনীতি ছবিটি দেশীয় প্রযোজনায় নির্মিত। বাকী দুটি বস টু এবং নবাব নির্মিত হয়েছে ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনায়।

যদিও যৌথ প্রযোজনার ছবি নিয়ে সম্প্রতি সৃষ্ট বিতর্কের মিছিলেই মুক্তি পেয়েছে দু’টি ছবি।

দর্শকের কাছে গ্রহণযোগ্যতা আছে ছবির নির্মাণ কৌশল ও গল্পের ব্যতিক্রমী উপস্থাপনার কারণে।

কাছে টানছে ছবির কলাকুশলীর জনপ্রিয়তাও।

বেসরকারী টেলিভিশন চ্যানেলগুলোও নাটকে আকৃষ্ট করছে দর্শকদের। ভারতীয় সিরিয়ালের কদর সারাবছর থাকলেও ঈদের সময়ে বাংলা নাটকই আনন্দের খোরাক।