ঢাকা, মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৬ ১৪৩১

প্রতিমা ভাংচুর: গাজীপুরে আরও আটক ৮

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৩:০২ পিএম, ১৯ অক্টোবর ২০২১ মঙ্গলবার

গাজীপুরের কাশিমপুর এলাকার তিন পূজামণ্ডপে হামলা চালিয়ে প্রতিমা ভাংচুরের ঘটনায় আরও ৮ জনকে আটক করেছে পুলিশ। এ নিয়ে এ ঘটনায় মোট ২৮ জন গ্রেপ্তার হলো। নতুন আটকদের মধ্যে ৭ জনকে আদালতের মাধ্যমে ৩ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

এর আগে গ্রেপ্তার ২০ জনের মধ্যে ১৮ জনকে দুদিনের রিমান্ড শেষে জেলহাজতে পাঠানো হয়েছে। গত ১৪ অক্টোবর বৃহস্পতিবার সকালে একদল দুর্বৃত্ত কাশিমপুরের তিন মন্দিরে হামলা করে প্রতিমা ভাঙচুর করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই তানভীর আহমেদ জানান, আগের গ্রেপ্তারকৃত ২০ জনের মধ্যে ১৮ জনকে গত শুক্রবার দুদিনের পুলিশ রিমান্ডে আনা হয়। এরপর রিমান্ড শেষে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 

কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবে খোদা জানান, দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত তিনটি মন্দিরের সভাপতিরা বাদী হয়ে ঘটনার দিন রাতে পৃথকভাবে তিনটি মামলা দায়ের করেন। প্রতিটি মামলায় অজ্ঞাত ১৫০-২০০ জনকে আসামি করা হয়েছে।

এদিকে, ক্ষতিগ্রস্ত তিন মন্দিরে আর্থিক সহায়তা দিয়েছে জেলা প্রশাসন। প্রতিটি মন্দিরে ৫০ হাজার টাকা করে দেওয়া হয়েছে। রোববার সকালে ক্ষতিগ্রস্ত তিন মন্দিরের প্রতিনিধিদের হাতে চেক তুলে দেন গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম।

এএইচ/