ঢাকা, শুক্রবার   ০৮ নভেম্বর ২০২৪,   কার্তিক ২৩ ১৪৩১

শার্লিন চোপড়ার বিরুদ্ধে রাজ-শিল্পার মামলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৫ এএম, ২০ অক্টোবর ২০২১ বুধবার | আপডেট: ১০:৩১ এএম, ২০ অক্টোবর ২০২১ বুধবার

এবার শার্লিন চোপড়ার বিরুদ্ধে মানহানির মামলা করলেন শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রা। রাজ-শিল্পার আইনজীবীর কাছ থেকে জানা যায় শার্লিনের বিরুদ্ধে ৫০ কোটি টাকা মানহানির মামলা করেছেন এই তারকা দম্পতি।

ক'দিন আগে রাজ-শিল্পাকে নিয়ে আবারও সরব হয়েছিলেন অভিনেত্রী শার্লিন চোপড়া। রাজ কুন্দ্রার পাশাপাশি শিল্পা শেট্টির বিরুদ্ধেও মানসিক নির্যাতনের অভিযোগ এনেছিলেন তিনি। 

দুজনের বিরুদ্ধেই মামলা করেছিলেন, যৌন নির্যাতন ও মানসিক অত্যাচারের অভিযোগে। সেই মামলার বিরুদ্ধেই এবার পাল্টা মানহানির মামলা দিলেন রাজ ও শিল্পা।

রাজ-শিল্পা দম্পতি জানান, এতদিন তাদের বিরুদ্ধে শার্লিন অবমাননাকর ও মিথ্যা অভিযোগ এনেছে। আর এতে মানহানি হয়েছে উল্লেখ করে ৫০ কোটি টাকা জরিমানা আদায়ের নোটিশ পাঠানো হয়েছে শার্লিনের বিরুদ্ধে। 

এর আগে, ২০২১ সালের এপ্রিলেও রাজের বিরুদ্ধে যৌন হেনস্তার মামলা করেছিলেন শার্লিন। যেখানে শার্লিনের অভিযোগ ছিল রাজ কুন্দ্রা তার সঙ্গে জোর করে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেছিলেন। নিজেকে বাঁচাতে সেই সময় বাথরুমে আশ্রয় নিয়েছিলেন বলেও জানিয়েছিলেন তিনি। 

শার্লিন আরও জানিয়েছিলেন, শিল্পার সঙ্গে রাজের সম্পর্ক খুব একটা ভাল ছিল না। রাজ কুন্দ্রা সেই দুঃখও নাকি প্রকাশ করেছিলেন শার্লিনের কাছে।  

সূত্র: সংবাদ প্রতিদিন

এমএম/এসবি