ঢাকা, বুধবার   ১১ ডিসেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ২৭ ১৪৩১

জন্মদিন পালন করবেন না শাহরুখ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০১:৪৩ পিএম, ২২ অক্টোবর ২০২১ শুক্রবার

আরিয়ানের জেল মুক্তি নিয়ে চোখে ঘুম নেই শাহরুখ ও গৌরী খানের। এমন পরিস্থিতিতে ২ নভেম্বর জন্মদিন কিং খানের। কিন্তু এবারে জন্মদিন পালন না করার সিদ্ধান্ত নিয়েছেন শাহরুখ। 

পাশাপাশি অনুরাগীদের অনুরোধ করেছেন তারা যেন 'মন্নত'র সামনে এসে ভিড় না জমান। শুধু জন্মদিন নয়, শাহরুখ ও গৌরী দিওয়ালিও পালন করবেন না বলে মনস্থির করেছেন।

ছেলের জামিন আবেদন বার বার পিছিয়ে যাওয়ায় অনেকটাই আশাহত কিং খান। আইনজীবী বদল করেও কোন সুরাহা না মেলায় অনেকটাই ভঙ্গে পড়েছেন তিনি। ভেঙ্গে পড়েছেন গৌরীও। 

এদিকে বৃহস্পতিবার শাহরুখ তার ছেলের সঙ্গে প্রথমবারের মত জেলে দেখা করার কিছুক্ষণ পরেই এনসিবির কর্মকর্তারা শাহরুখের বাসভবন 'মন্নত'  এ গেলে পুরো বলিউড নড়ে চড়ে বসে।

২ অক্টোবর রাতে মুম্বাইয়ের বিলাসবহুল প্রমোদতরী থেকে আরিয়ানকে গ্রেফতার করে এনসিবি। তারপর থেকে কয়েকবার জামিন আবেদন করা হলেও এখন পর্যন্ত জেল থেকে মুক্তি পাননি আরিয়ান।

সূত্র: সংবাদ প্রতিদিন

এমএম/এসবি