ঢাকা, মঙ্গলবার   ০৭ মে ২০২৪,   বৈশাখ ২৪ ১৪৩১

মন্দির থেকে নিয়ে যাওয়া গদা উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৬ এএম, ২৫ অক্টোবর ২০২১ সোমবার

কুমিল্লায় পূজা মণ্ডপে হনুমানের কোলে কোরআন রেখে হাত থেকে সরিয়ে নেওয়া গদা উদ্ধার করা হয়েছে। আটক ইকবাল হোসেনের দেওয়া তথ্য অনুযায়ী গদাটি ঝোপের ভেতর থেকে উদ্ধার করা হয়। কাজটি নিজেই করেছিলেন বলে স্বীকার করেছেন ইকবাল। 

রোববার রাত ১১টায় ইকবালের দেওয়া তথ্য অনুযায়ী, কুমিল্লা নগরীর দারোগাবাড়ি মাজার মসজিদের পাশের ঝোপের ভেতর অভিযান চালিয়ে গদাটি উদ্ধার করা হয়।

এদিকে রোববার রাতেই মামলাটি সিআইডিকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। এর পরেই  জিজ্ঞাসাবাদ শুরু হয়। এক পর্যায়ে সব স্বীকার করে ইকবাল। 

তিনি জানান ১৩ অক্টোবর নানুয়াদিঘির পাড় পূজামণ্ডপে হনুমানের কোলে কোরআন রেখে হাত থেকে গদাটি নিয়ে আসেন তিনি। এরপর দারোগাবাড়ি মাজার মসজিদের পাশের ঝোপে ফেলে দেন। 

কোরআন অবমাননার মামলায় ইকবাল হোসেন ছাড়াও অন্য আসামিরা হলেন দারোগাবাড়ি মাজারের দুই খাদেম ফয়সাল ও হুমায়ুন এবং জরুরি সেবা নম্বর ৯৯৯ এ কল দিয়ে ঘটনাটি জানানো ইকরাম।

ইকবালসহ চার আসামিকে জিজ্ঞাসাবাদ করার জন্য শনিবার সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এর আগে মামলার অন্যতম আসামি ইকবাল হোসেনকে কক্সবাজার থেকে গ্রেফতার করা হয়। পরে কুমিল্লায় আনা হয়। 

গত ১৩ অক্টোবর নানুয়াদিঘির পাড় পূজামণ্ডপে কোরআন অবমাননার ঘটনায় কুমিল্লা নগরীর বিভিন্ন জায়গায় পূজামণ্ডপ ও মন্দির ভাঙচুরের ঘটনা ঘটে।

এসবি/