ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১১ ১৪৩১

আলুই ফেরাতে পারে ত্বকের উজ্জ্বলতা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০২:০৪ পিএম, ২৫ অক্টোবর ২০২১ সোমবার

দৈনন্দিন কাজে ব্যস্ত জীবন। দিনের পর দিন নিজের যত্ন নেওয়ার সময়ই হচ্ছে না। পার্লারে যাওয়া তো দূরের কথা, ঘরেও নজর দিতে পারছেন না ত্বকের। ফলে দীর্ঘ অযত্নে রুক্ষ হয়ে উঠছে ত্বক। অথচ শুষ্ক, নিষ্প্রান এ ত্বকের যত্ন নেওয়াটা খুবই জরুরী।

দুশ্চিন্তার কিছু নেই। কম সময়ে ঘরে বসেই মিলতে পারে সমাধান। প্রায় প্রত্যেক রান্না ঘরে আলু থাকেই। আর সেই আলুই ফেরাতে পারে হারানো উজ্জ্বলতা। ত্বক ভালো রাখতে আলুর উপকারিতা অনেক।

জেনে নেওয়া যাক কিভাবে ব্যবহার করতে হবে আলু–

আলুর রসের প্যাক বানাতে লাগবে
২ চা চামচ আলুর রস, ২ চা চামচ চালের গুঁড়ো, ২ চা চামচ দুধ ও ১/২ চা চামচ মধু। একটি পাত্রে চালের গুঁড়ো, দুধ ভাল করে মিশিয়ে নিন। এবার তার সঙ্গে আলুর রস ও মধু মেশান। মিশ্রণটি মুখে লাগিয়ে ২০ মিনিট রাখুন। হয়ে গেলে হাতে সামান্য পানি দিয়ে ভাল করে মাসাজ করুন। তার পরে ঠান্ডা পানিতে মুখ ধুয়ে নিয়ে ময়শ্চরাইজার লাগিয়ে নিন।

এতেই মিলবে সমাধান। এই প্যাক ব্যবহারে দূর হবে ত্বকের মৃত কোষ। ফলে দ্রুত ত্বক ফিরে পাবে তার হারানো জেল্লা। এই প্যাক ব্রণর সমস্যা থেকেও ত্বককে বাঁচায়। যাঁদের ত্বক বেশি শুষ্ক, তাঁরা নিয়মিত এই প্যাক  ব্যবহার করতে পারেন। এতে ত্বক হয়ে উঠবে আর্দ্র ও নরম।
সূত্র : আনন্দবাজার
আরএমএ/ এসএ/