ঢাকা, মঙ্গলবার   ২১ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৭ ১৪৩১

সিনোফার্মের আরও ২ লাখ টিকা দেশে আসছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪১ এএম, ২৬ অক্টোবর ২০২১ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

চায়না রেডক্রস ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যৌথ উদ্যোগে সিনোফার্মের আরও দুই লাখ টিকা বাংলাদেশে আসছে। 

মঙ্গলবার (২৬ অক্টোবর) ঢাকা বিমানবন্দরে এসে পৌঁছাবে টিকার চালানটি। যেটি পরবর্তীতে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করা হবে।

চলতি বছর ১২ মে প্রথমবার চীন সরকারে দেয়া উপহার হিসেবে ৫ লাখ ডোজ টিকা আসে বাংলাদেশে। এর বাইরে দেশটি থেকে ৩ কোটি ডোজ টিকা কেনার চুক্তিতে এ পর্যন্ত সিনোফার্মের টিকা এসেছে প্রায় আড়াই কোটি ডোজ।

বৈশ্বিক মহামারি করোনা নিয়ন্ত্রণে দেশের সব মানুষকে টিকার আওতায় নিয়ে আসতে নানা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। এরইমধ্যে দেশের ৪ শতাংশেরও বেশি মানুষের দুই ডোজ টিকা নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি অব্যাহত আছে টিকা প্রদান নানা কর্মসূচিও। 

শতভাগ মানুষের টিকা নিশ্চিতের মধ্যদিয়ে করোনা নিয়ন্ত্রণে সরকারের অব্যাহত কার্যক্রমে সহযোগী হয়ে কাজ করছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। 

বাংলাদেশ সরকারের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে চলমান কোভিড-১৯ টিকাদান কর্মসূচি বাস্তবায়নে সব ধরণের সহযোগিতা প্রদান করে আসছে রেড ক্রিসেন্ট সোসাইটি। আর এই টিকাদান কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে পর্যায়ক্রমে কাজ করছে সোসাইটির প্রায় ১৫ হাজার দক্ষ স্বেচ্ছাসেবক।

এএইচ/