মেয়ের লাঠির আঘাতে পিতা নিহত
নাটোর প্রতিনিধি
প্রকাশিত : ০২:৫৪ পিএম, ২৮ অক্টোবর ২০২১ বৃহস্পতিবার
		নিহত শামসুল আলমের বাড়িতে প্রতিবেশী ও স্বজনদের ভিড়
নাটোরের সিংড়ায় প্রতিবন্ধী মেয়ের লাঠির আঘাতে শামসুল আলম (৬০) নামে এক বৃদ্ধ পিতা নিহত হয়েছেন। তালাকপ্রাপ্ত হওয়ায় কোহিনুর বাবার বাড়িতে থাকতেন।
বৃহস্পতিবার দুপুরে সিংড়া উপজেলার শেরকোল আগপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃদ্ধ শামসুল আলম কয়েক বছর আগে প্রতিবন্ধী (বোবা) মেয়ে কোহিনুর (২২)কে একই উপজেলার লালোর এলাকায় বিয়ে দেন। সম্প্রতি তালাকপ্রাপ্ত হওয়ায় কোহিনুর বাবার বাড়িতে চলে আসে। এ নিয়ে পিতা ও মেয়ের মধ্যে বিরোধ চলছিল।
এরই জের ধরে বৃহস্পতিবার দুপুরে প্রতিবন্ধী কোহিনুর তার বৃদ্ধ বাবাকে বাঁশের লাঠি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান লুৎফুল হাবিব রুবেল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কোহিনুর একজন বোবা মেয়ে। স্বামী কর্তৃক তালাকপ্রাপ্ত হওয়ার পর থেকেই সে তার বাপের সংসারে ফিরে আসে।
সিংড়া থানার ওসি নুর-ই-আলম জানান, পারিবারিক বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকে নিহতের মেয়ে কোহিনুর গা-ঢাকা দিয়েছে। নিহতের লাশ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং কোহিনুরের সন্ধান করা হচ্ছে বলে জানান ওসি।
এএইচ/
