ঢাকা, বুধবার   ১১ ডিসেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ২৬ ১৪৩১

ক্যাটরিনার বিয়ের খবর মিথ্যা!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:১৯ পিএম, ২৮ অক্টোবর ২০২১ বৃহস্পতিবার

ক্যাটরিনা-ভিকির বিয়ের খবরে উত্তাল বলিপাড়া। কিন্তু হঠাৎই উত্তেজনার পারদ নামিয়ে দিলেন স্বয়ং ক্যাটরিনা কাইফ। বললেন পুরোটাই নাকি গুজব। 

ক্যাট বলেন, "খবরটা পুরোপুরি মিথ্যা।" এখনই বিয়ের পিঁড়িতে বসছেন না তিনি।

তাহলে আচমকা তাদের বিয়ে নিয়ে এত মাতামাতি কেন? 

এই প্রশ্নের জবাবে ক্যাটরিনা সাংবাদিকদের বললেন, গেল ১৫ বছর ধরে নাকি তিনিও একই প্রশ্ন করে চলেছেন!

এদিকে ক্যাটরিনার এক ঘনিষ্ঠ আত্মীয়ও জানিয়েছেন বিয়ের খবরটা  শুধুই গুজব। 

নাম প্রকাশে অনিচ্ছুক সেই ব্যক্তি আরও বলেছেন, "ওরা দু’জন এমন কোনও পরিকল্পনাই করেনি। কয়েক মাস পর পর ভিকি এবং ক্যাটরিনাকে নিয়ে এরকম গুঞ্জন ছড়ানোটা সম্প্রতি অভ্যাসে পরিণত হয়েছে।"

ভিকি-ক্যাটরিনার প্রেমের গুঞ্জন বলিউডে নতুন নয়। অগস্ট মাসেই বাগদান হয়েছিল তাদের, এমন দাবি করেছিল মুম্বাইয়ের এক সংবাদমাধ্যম। 

এখানেই থেমে থাকেনি চর্চা। কলকাতার বিখ্যাত শিল্পী সব্যসাচী মুখোপাধ্যায়ের বানানো লেহঙ্গায় ক্যাটরিনা  বৌ সাজাতে চলেছেন এমন তথ্যও প্রকাশ্যে এসেছে।

তবে আপাতত এই সব কিছুতেই পানি ঢেলে দিলেন ক্যাটরিনা। 

সূত্র: আন্দবাজার পত্রিকা

এমএম/এসবি