ঢাকা, মঙ্গলবার   ২৩ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ৭ ১৪৩২

ক্ষুদ্র-নৃগোষ্ঠী ছাত্রছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশিত : ০২:৪৮ পিএম, ৩ নভেম্বর ২০২১ বুধবার

নেত্রকোনা কলমাকান্দা উপজেলায় ক্ষুদ্র-নৃগোষ্ঠী ছাত্রছাত্রীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়েছে।

উপজেলার হল রুমে ৪৫ জন ক্ষুদ্র-নৃগোষ্ঠীর ছাত্রছাত্রীদের মাঝে ১০টি বাইসাইকেল ও চেক বিতরণ করেন  জেলা প্রশাসক কাজী আব্দুর রহমান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সোহের রানার সভাপতিত্বে শিক্ষার্থীদের উদ্দ্যেশে বক্তব্য রাখেন জেলা প্রশাসক কাজী আব্দুর রহমান, উপজেলার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক।

বক্তব্য শেষে মাধ্যমিক শিক্ষার্থীদের ৬ হাজার এবং প্রাইমারী শিক্ষার্থীদের মাঝে ২ হাজার টাকার চেক তুলে দেন তারা।

এএইচ/