ঢাকা, শুক্রবার   ২২ আগস্ট ২০২৫,   ভাদ্র ৬ ১৪৩২

হোয়াইট হাউজে ট্রাম্প - মোদীর বৈঠক

প্রকাশিত : ০৬:২৯ পিএম, ২৭ জুন ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০১:১৫ পিএম, ২৮ জুন ২০১৭ বুধবার

হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে সন্ত্রাস দমনের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পায়।
বৈঠক শেষে হোয়াইট হাউজের রোজগার্ডেনে যৌথ সংবাদ সম্মেলনে দুই নেতা জানান, উগ্র সন্ত্রাসবাদ দমনে সহযোগিতার ক্ষেত্র প্রস্তুত করতে ঐকমতে পৌঁছেছেন তারা। মোদি বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই, ভারত-মার্কিন সম্পর্কের গুরুত্বপূর্ণ একটি অংশ। প্রধানমন্ত্রী মোদি প্রেসিডেন্ট ট্রাম্পকে ভারত সফরের আমন্ত্রণ জানান। সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, মার্কিন-ভারত সম্পর্ক কখনই শক্তিশালী ছিলো না। ভারতের সাথে বাণিজ্য সম্পর্ক জোরদারে আশাবাদের কথা তুলে ধরেন ট্রাম্প।