ঢাকা, রবিবার   ১২ মে ২০২৪,   বৈশাখ ২৮ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে বিজিবি-বিএসএফ-এর বৈঠক অনুষ্ঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ১০:১৯ পিএম, ৫ নভেম্বর ২০২১ শুক্রবার

সীমান্ত হত্যা, বাংলাদেশি নাগরিককে নির্যাতন, মাদক চোরাচালানের ব্যাপারে জিরো টলারেন্স নীতি অনুসরণ করাসহ নারী ও শিশু পাচার প্রতিরোধ বিষয়ে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ‘দনগাঁও’ সীমান্তে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে এক বেঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়ন এর অধীনে সীমান্ত মেইন পিলার ৩৫৬ হতে ৫ গজ ভারতের অভ্যন্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।  

বৈঠকে বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্ণেল এস এম মোস্তাফিজুর রহমান, পিএসসি, এবং বিএসএফ এর দুইটি ব্যাটালিয়নের পক্ষে নেতৃত্ব দেন ১৫২ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ড্যান্ট, বালবীর সিংহ ও ৭২ বিএসএফ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট, পরমজিৎ সিংহ। 

এ সময় উভয় দেশের স্টাফ অফিসার এবং কোম্পানী ও বিওপি কমান্ডারগণ উপস্থিত ছিলেন। বৈঠকে উভয় দেশের সীমান্তে পরস্পরের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে উভয় দেশের ব্যাটালিয়ন কমান্ডারগণের মধ্যে কুশলাদি বিনিময়ের মাধ্যমে শান্তিপূর্ণভাবে শেষ হয়।

এসি