ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৬ ১৪৩১

ছাত্রলীগ নেতা হত্যা প্রচেষ্টা মামলায় মেয়র মুজিবের জামিন

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ০৫:৪৮ পিএম, ৭ নভেম্বর ২০২১ রবিবার

কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মুনাফ সিকদারকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় জামিন লাভ করেছেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান। 

রোববার বেলা ১২টার দিকে কক্সবাজার সদর কোর্টের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জেরিন সুলতানার বেঞ্চে শুনানি শেষে তাঁর জামিন মঞ্জুর করা হয়। 

মেয়র মুজিবুর রহমানের আইনজীবী এডভোকেট সিরাজুল মোস্তাফা ও এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী জানান, হত্যা প্রচেষ্টা মামলায় যেহেতু মেয়র মুজিবের কোন ধরনের সম্পৃক্ততা নেই সেহেতু আদালত স্ব-সম্মানে তাঁকে জামিন দিয়েছেন। 

উল্লেখ্য, গত ২৯ অক্টোবর কলাতলী সুগন্ধা পয়েন্টে দুবৃত্তের গুলিতে আহত হন মুনাফ সিকদার। ওই ঘটনায় জড়িত সন্দেহে হুকুমদাতা হিসেবে মেয়র মুজিবুর রহমানকে প্রধান অভিযুক্ত করে এজাহার নামীয় ৮জনের বিরুদ্ধে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করে আহতের পরিবার।

মামলাকে কেন্দ্র করে জনতার অবরোধে পৌর শহরসহ পুরো জেলা অচল হয়ে গিয়েছিল। আজ রবিবার জামিনের পর সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি জামিন লাভ করায় মহান রাব্বুল আলামীনের প্রতি শুকরিয়া জ্ঞাপন করেন।

এসি