ঢাকা, বুধবার   ১১ ডিসেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ২৬ ১৪৩১

‘ভালোবাসায় বোল্ড’ নুসরাত এবার নতুন ভূমিকায়  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২১ পিএম, ৮ নভেম্বর ২০২১ সোমবার | আপডেট: ১২:২৪ পিএম, ৮ নভেম্বর ২০২১ সোমবার

শুধু রুপালি পর্দাতেই নয়, বাস্তবেও 'বোল্ড অ্যান্ড বিউটিফুল' টালি নায়িকা নুসরাত জাহান। অভিনয় ক্যারিয়ার সামলে জনপ্রতিনিধির দায়িত্বও কাঁধে নিয়েছেন। এখন আবার ঈশানকেও সমালাতে হচ্ছে সারাদিন। সংসার, সন্তান, ক্যারিয়ার, এ যেন চরম ব্যালেন্স। এর মাঝেই এবারে নতুন ইনিংস শুরু করতে চলেছেন নুসরাত। হ্যাঁ, অভিনেত্রীকে এবার দেখা যাবে রেডিওর হোস্টের ভূমিকায়। 

নুসরাতের সাহস নিয়ে নতুন করে বলার কিছু নেই। সমাজের চোখ রাঙানি উপেক্ষা করে নিজের জন্যই বাঁচেন তিনি। তাইতো ভালোবাসেন জীবন নিয়ে এক্সপেরিমেন্ট করতে। এ জন্যই বোধয় এবারে নতুন ভূমিকায় নাম লেখাতে চলেছেন। 

নুসরাতকে দেখা যাবে ইশক এফএম এর একটি রেডিও শো এর সঞ্চালক হিসাবে। শো এর নামটিও নুসরাতের নামেই, ‘ইশক উইথ নুসরত….ভালোবাসায় বোল্ড’।

কী থাকবে এই শো তে? নাম শুনেই বোঝা যাচ্ছে ভালোবাসার গল্প থাকবে এই রেডিও সিরিজ জুড়ে।

তবে শুধু ফিল্মি ডায়লগে ভরপুর নয়, ভালোবাসার গভীর অর্থ যে অনেকটা বৃহৎ তাই বোধয় উঠে আসবে। হয়তো কিছু সাহসী ভালোবাসার গল্পও নিয়ে আসছেন ‘বোল্ড’ নুসরত জাহান। 

চলতি মাসের ১৫ তারিখ থেকেই শুরু হচ্ছে রেডিও সিরিজ ‘ইশক উইথ নুসরাত’। 

সূত্র: হিন্দুস্তান টাইমস 

এসবি