ঢাকা, বৃহস্পতিবার   ০৭ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২২ ১৪৩২

বুধবার খুলছে অফিস-আদালত

প্রকাশিত : ০৭:১৫ পিএম, ২৭ জুন ২০১৭ মঙ্গলবার

ঈদুল ফিতর উপলক্ষে দেওয়া সরকারি তিন দিনের ছুটি আজ মঙ্গলবার শেষ হচ্ছে। আগামীকাল বুধবার সরকারি অফিস আদালত ব্যাংক বিমা খুলবে।

পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা সাপেক্ষে ঈদুল ফিতরের সরকারি ছুটি নির্ধারিত ছিল ২৫,২৬ ও ২৭ জুন যথাক্রমে রবি, সোম ও মঙ্গলবার।

জানা গেছে, বুধবার সকাল ৯টায় সচিবালয়সহ সরকারি সব অফিস, ব্যাংক, বিমা যথারীতি খুলবে।

এদিকে, চলতি ১০ম সংসদের ষষ্ঠদশ অধিবেশন মুলতবি থাকার পর আগামীকাল বুধবার আবারও শুরু হবে। এদিন বিকাল চারটায় সংসদ অধিবেশন পুনরায় শুরু হওয়ার পর সাধারণ আলোচনায় অংশ নেবেন প্রধানমন্ত্রী ও সংসদ নেত্রী শেখ হাসিনা ।