ঢাকা, শনিবার   ১৮ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

আলোচিত মুকুল আগ্নেয়াস্ত্রসহ র‌্যাবের হাতে আটক

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৪৬ এএম, ১১ নভেম্বর ২০২১ বৃহস্পতিবার

মেহেরপুরের সাহারবাটি গ্রামের বহুল আলোচিত মুকুল হোসেনকে এক রাউন্ড গুলি, একটি ম্যাগজিন ও বিদেশী পিস্তলসহ গ্রেফতার করেছে র‌্যাব। 

তার গ্রেফতারের খবরটি বৃহস্পতিবার সকালে নিশ্চিত করে র‌্যাব। সাহারবাটি-গাংনী রোডের ইবাদৎখানা এলাকা থেকে বুধবার রাতে মুকুল হোসেনকে গ্রেফতার করা হয়। মুকুল হোসেন গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের চারচারা পাড়া এলাকার নেক মোহাম্মদের ছেলে।

র‌্যাব-৬ গাংনী ক্যাম্পের কমান্ডার এএসপি তারিক আমান বান্না জানান, মুকুল হোসেন পিস্তল নিয়ে গাংনীর দিকে যাচ্ছেন এমন সংবাদের ভিত্তিতে সাহারবাটি গ্রামের সন্নিকটে ইবাদৎখানা এলাকায় অবস্থান নেয় র‌্যাবের একটি টীম। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মুকুল পালানোর চেষ্টা করে। তবে তাকে আটক করতে সক্ষম হয় র‌্যাব সদস্যরা। 

এ সময় তার দেহ তল্লাশী করে আগ্নেয়াস্ত্র, গুলি ভর্তি একটি ম্যাগজিন, নগদ টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। 

তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আগ্নেয়াস্ত্র আইনে মামলা দিয়ে রাতে গাংনী থানায় সোপর্দ করা হয়েছে।

স্থানীয়রা জানান, মুকুল হোসেন বর্তমানে একজন সুদ ও দাদন কারবারী। এক সময় সে র‌্যাবের সোর্স পরিচয় দিয়ে নানাভাবে এলাকার নিরীহ মানুষকে হয়রানি ও চাঁদাবাজি করতো। 

আলোচিত মুকুল হোসেন র‌্যাবের হাতে আটক হওয়ার খবরে এলাকায় স্বস্তির হাওয়া বইছে। 

এএইচ/