ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪,   চৈত্র ১৫ ১৪৩০

কে যাবে ফাইনালে, কি বলছে পরিসংখ্যান?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:০৫ পিএম, ১১ নভেম্বর ২০২১ বৃহস্পতিবার

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে বৃহস্পতিবার (১১ নভেম্বর) মুখোমুখি পাকিস্তান ও অস্ট্রেলিয়া। পাকিস্তান এই বিশ্বকাপের শুরু থেকেই রয়েছে দুরন্ত ছন্দে। চলতি আসরের একমাত্র দল হিসেবে সুপার-টুয়েলভের সব ম্যাচেই জয় পেয়েছে তারা। 

অন্যদিকে, বিশ্বকাপ যত এগিয়েছে ততই নিজেদের ছন্দ ফিরে পেয়েছে অস্ট্রেলিয়া। পাশাপাশি নক আউটে অজিরা সবসময়ই একটা বড় বাধা। ১৯৯৯ ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তান দুরন্ত ছন্দে ফাইনালে পৌঁছানোর পরেও অস্ট্রেলিয়ার কাছে হেরে বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙে গিয়েছিল। এবার সেমিফাইনালে কোনওভাবে আর আর সেই ঘটনার পুনরাবৃত্তি চান না বাবর আজমরা।

পরিসংখ্যানও কথা বলছে তাদের পক্ষেই। টি-টোয়েন্টিতে এগিয়ে রয়েছে পাকিস্তানই। যদিও বিশ্বকাপের মঞ্চে রয়েছে ৩-৩ সমতা। তবে সব মিলিয়ে এগিয়ে বাবর আজমের দলই।

একনজরে দুই দলের টি-টোয়েন্টি পরিসংখ্যান-
১) দুই দল মোট ২২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ফেলেছে। তার মধ্যে ১৩টিতে জিতেছে পাকিস্তান। ৯টি ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া। 

২) দুবাইয়ের মাঠে এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলে অজিরা হেরেছে ৫টিতেই। মাত্র ২টি ম্যাচ পাকিস্তানের বিপক্ষে জিতেছে অস্ট্রেলিয়া।

৩) দুই দলের শেষ পাঁচ মোকাবেলায় ৩টিতেই জিতেছে পাকিস্তান। ২টি জিতেছে অস্ট্রেলিয়া।

৪) তবে, আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে এ পর্যন্ত ৬টি ম্যাচ খেলে ৩টি করে ম্যাচ জিতেছে দুই দলই।

এখানেই শেষ নয়। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমে ব্যাট করেই বেশি সাফল্য পেয়েছে পাকিস্তান।

১) প্রথমে ব্যাট করে নয়টি ম্যাচ জিতেছে পাকিস্তান। ৪টিতে জিতেছে অস্ট্রেলিয়া।

২) অবশ্য পরে ব্যাট করে পাকিস্তান জিতেছে ৪টি ম্যাচ। আর অস্ট্রেলিয়া জিতেছে ৫টি ম্যাচ।

এসব পরিসংখ্যান কি এবার বদলে যাবে? অস্ট্রেলিয়ার জন্য অবশ্য এটাই প্রথমবার টি-টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ। অন্যদিকে পাকিস্তানের সামনে সুযোগ দ্বিতীয়বার এই ফর্ম্যাটে বিশ্ব সেরা হওয়ার। তার আগে সেমিফাইনালের বাধা টপকাতে হবে বাবর-রিজওয়ানদের। পাকিস্তান নাকি অস্ট্রেলিয়া, কারা যাবে ফাইনালে?

এনএস//