ঢাকা, মঙ্গলবার   ১০ সেপ্টেম্বর ২০২৪,   ভাদ্র ২৫ ১৪৩১

বিলাসবহুল রিসোর্টে অভিষেক-ঐশ্বরিয়া, প্রতি রাতের ভাড়া ১০ লাখ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৩ পিএম, ১৫ নভেম্বর ২০২১ সোমবার

মেয়ে আরাধ্যার ১০ বছরের জন্মদিন পালনে এখন মলদ্বীপে রয়েছেন অভিষেক-ঐশ্বরিয়া। দু'জনেই নিজ নিজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি শেয়ার করে চলেছেন। সেখান থেকেই জানা গেছে মলদ্বীপের বিলাসবহুল রিসোর্ট আমিল্লায় আছেন এই তারকা দম্পতি। 

এই বিলাসবহুল সি রিসর্টে বিভিন্ন ধরনের ভিলা আছে। রিফ ওয়াটার পুল ভিলা, সানসেট ওয়াটার পুল ভিলা, লেগুন ওায়াটার পুল ভিলা আর মাল্টি বেডরুম রেসিডেন্স। বেশিরভাগ ভিলাই প্রাইভেট সুইমিং পুল আর সি ভিউ-র সাথে। 

যদিও ঠিক কোন ভিলায় অভিষেক-ঐশ্বর্য আছেন, তা আপাতত ছবি দেখে স্পষ্ট নয়। তবে এই আমিল্লা রিসর্টের ওয়েবসাইট বলছে সবথেকে কম দামি ভিলার দাম ৭৬ হাজার টাকা। আর সবথেকে বড় ভিলা, যাতে ২০ জন একসাথে থাকতে পারেন তার দাম প্রতি রাত ১০ লাখ টাকা। 

এই মাসের শুরুতেও মলদ্বীপে গিয়েছিলেন তারকা দম্পতি, ঐশ্বরিয়ার জন্মদিনে। সেখান থেকে অভিষেক যে ছবি শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়, তাতে দেখা গিয়েছিল, ফুল দিয়ে বানানো টায়রা পরে আছেন মা-মেয়ে। আর অভিষেক পরেছিলেন প্রিন্টেড ক্যাজুয়াল শার্ট। তবে এবারের সফরে নিজেদের নয় শুধু রিসোর্টের ছবিই দিয়েছেন তারা। 

সূত্র: হিন্দুস্তান টাইমস 

এসবি