ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১১ ১৪৩১

স্ত্রীর মামলায় ৭ বছর পলাতক থেকেও শেষ রক্ষা হয়নি

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১১:০৪ এএম, ১৬ নভেম্বর ২০২১ মঙ্গলবার

আটক নুরুল ইসলাম

আটক নুরুল ইসলাম

স্ত্রীর করা মামলায় ২০১২ সালে এক বছরের সাজা হয়। সেই সাজা এড়াতে ছিলেন ৭ বছর পলাতক। তবে শেষ রক্ষা হয়নি।

সোমবার (১৫ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ৪ নম্বর আলাইয়ারপুর ইউনিয়ন থেকে গ্রেফতার হয়েছেন অভিযুক্ত মো. নুরুল ইসলাম (৩৮)। গ্রেফতারকৃত একই গ্রামের মৃত আবু বোরহান পাটোয়ারীর ছেলে। 

স্ত্রীর করা মামলায় সাজা হওয়ার পর তিনি দীর্ঘ সাত বছর ওমানে পালিয়ে ছিলেন। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি।

তিনি বলেন, ২০১২ সালে লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার চোপুল্লি ইউনিয়নের জয়পুর গ্রামের খলিলুর রহমানের মেয়ে খালেদা আক্তার পনিকে বিয়ে করেন নুরুল ইসলাম। তাদের আট বছরের একটি কন্যাসন্তান রয়েছে। বিয়ের দুই বছরের মাথায় ননদের সঙ্গে ঝগড়াকে কেন্দ্র করে আদালতে মামলা করেন খালেদা আক্তার। ওই ঘটনার পর স্বামী নুরুল ইসলাম ওমান চলে যান।

মীর জাহেদুল হক রনি আরও বলেন, আদালত ওই মামলায় নুরুল ইসলামের দেড় বছরের সাজা ঘোষণা করেন। এরপর থেকে দীর্ঘ সাত বছর ওমানেই ছিলেন তিনি। চলতি বছরের ১৩ অক্টোবর দেশে আসেন নুরুল ইসলাম। 

আজ মঙ্গলবার তাকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে বলে জানান ওসি। 

এএইচ/