আবারও রাজধানীতে ফিরছে মানুষ
প্রকাশিত : ০৩:২৬ পিএম, ২৮ জুন ২০১৭ বুধবার | আপডেট: ০৭:১৭ পিএম, ২৮ জুন ২০১৭ বুধবার

স্বজনদের সাথে ঈদের আনন্দ উদযাপন শেষে কর্মস্থলে যোগ দিতে আবারও রাজধানীতে ফিরছে মানুষ। আবারো মুখরিত রেলওয়ে স্টেশন , বাস ও লঞ্চ টার্মিনাল। এদিকে অন্যবারের চেয়ে এবারের ঈদযাত্রা নির্বিঘœ হওয়ায় সন্তোষ জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
প্রিয়জনের সন্নিধ্য ছেড়ে আবারও ইট পাথরের রাজধানীতে ফিরছেন কর্মজীবীরা।
বুধবার শেষ হয়েছে ঈদের ছুটি, নির্দিষ্ট দিনে কাজে যাদের যোগ দিতে হবে বাড়িতে কাটানো কদিনের সুখস্মৃতি নিয়ে তাদেরই ঢাকায় ফেরা।
যে ঝক্কি ঝামেলা পেরিয়ে বাড়ি গিয়েছিল মানুষ, তাদেরকে নিয়েই কমলাপুরে ফিরছে প্রতিটি ট্রেন। যদিও এখনো খুববেশি ভিড় নেই।
সদরঘাটে মধ্যরাত থেকেই দেশের দক্ষিনাঞ্চলসহ ও বিভিন্ন এলাকার লঞ্চে ফিরে আসতে শুরু করেছে মানুষ।
এদিকে নানা করনে ঈদের সময় যারা বাড়ি যেতে পারেননি প্রিয়জনদের সাথে কদিন পার করতে ঘরমুখো অনেকে।
এদিকে এবারের ঈদযাত্রা নিয়ে সচিবালয়ে স্বস্তির কথা জানালেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।