ঢাকা, রবিবার   ০৫ মে ২০২৪,   বৈশাখ ২১ ১৪৩১

মাহমুদউল্লাহর পর ফিরলেন শান্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:২২ পিএম, ২০ নভেম্বর ২০২১ শনিবার

টস জিতে ব্যাটিংয়ে নেমে ম্যাচের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের পঞ্চম বলে শাহিন আফ্রিদির ডেলিভারিতে শূন্য রানে এলবিডব্লিউ হয়ে গেছেন সাইফ হাসান। প্রথম টি-টোয়েন্টিতে মাত্র ১ রান করা সাইফ এবার গোল্ডেন ডাক হলেন। 

দ্বিতীয় ওভারে পেসার ওয়াসিমকে আক্রমণে আনেন অধিনায়ক বাবর আজম। তার দ্বিতীয় বলে স্লিপে ক্যাচ তুলে বেঁচে যান নাঈম। বল ফিল্ডারের সামনে পড়ে। কিন্তু ওভারের শেষ বলে একইভাবে খেলতে গিয়ে স্লিপে ফখর জামানকে ক্যাচ দেন নাঈম। ৮ বলে ২ রান করে ফেরেন তিনি।

মাহমুদউল্লাহকে হারানোর ধাক্কা সামলে নেওয়ার আগেই আরেকটি জোর ধাক্কা হজম করল বাংলাদেশ। নিজের বলে শাদাব খানের অসাধারণ ক্যাচে আউট হলেন দারুণ খেলতে থাকা শান্ত।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৮৫ রান।

এ ম্যাচে পাকিস্তান একাদশে এসেছে এক পরিবর্তন। উইনিং কম্বিনেশন বদলে হাসান আলীর পরিবর্তে ম্যাচ খেলছেন শাহিন আফ্রিদি। বাংলাদেশ দলে কোনো পরিবর্তন নেই। 

বাংলাদেশ একাদশ
নাঈম শেখ, সাইফ হাসান, নাজমুল শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, মেহেদী হাসান, তাসকিন আহমেদ, আমিনুল ইসলাম বিপ্লব, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

পাকিস্তান একাদশ
বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, হায়দার আলি, শোয়েব মালিক, খুশদিল শাহ, মোহাম্মদ নাওয়াজ, শাদাব খান, শাহিন আফ্রিদি, হ্যারিস রউফ ও মোহাম্মদ ওয়াসিম।
এসএ/