ঢাকা, শনিবার   ০৪ মে ২০২৪,   বৈশাখ ২১ ১৪৩১

৩৫ টাকা দিন মজুরি, দু’বেলা খাবারও জুটতনা সিংহাম পরিচালকের!(ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:৪৪ পিএম, ২৪ নভেম্বর ২০২১ বুধবার

সিংহাম পরিচালকের সাম্প্রতিক সিনেমা ‘সূর্যবংশী’। যার খরচই প্রায় ২০০ কোটি টাকা। কিন্তু এই সিনেমার নির্মাতাই নাকি এক দিন একটি কাজের বিনিময়ে পেতেন মাত্র ৩৫ টাকা। বলছি বলিউডের কপ পরিচালক খ্যাত রোহিত শেঠির কথা।

সবাই শুধু তার সফলতার কথাই জানেন, কিন্তু এই সফলতার পেছনের গল্প সম্পর্কে ধারণা ক’জনেরই বা আছে! 

সম্প্রতি এক সাক্ষাৎকারে রোহিত বলেছেন ‘‘ লোকে ভাবে , চলচ্চিত্র জগতে সবই বড্ড সহজ। কিন্তু কেউ জানে না যে , এক সময়ে আমি ২ ঘণ্টা পায়ে হেঁটে ছবির সেটে যেতাম। সেখানে কাজ করে মাত্র ৩৫ টাকা পেতাম। সেই টাকায় প্রায় দিনই আমার দু’বেলার খাবার জুটত না।’’

মুম্বইয়ের সান্তা ক্রুজে ছোট একটি বাড়িতে থাকতেন রোহিত। টাকার অভাবে ছেড়ে দিতে হয় সেই বাড়ি। সপরিবারে চলে যান দাদির বাড়ি মলাডে। মলাড থেকে আন্ধেরি পর্যন্ত পায়ে হেঁটেই যাতায়াত করতেন রোহিত। 

রসিকতা করে রোহিত বলেন“ আজ যখন আমার গাড়ির চালককে অলিগলি দেখিয়ে বলি, এখান দিয়ে নয়, ওখান দিয়ে চলো, তিনি ভাবেন, এ এত রাস্তা চিনল কী করে? চোর ছিল নাকি!”

রোহিতের বাবা এমবি শেঠি ছিলেন এক্টর এবং ফাইট ডিরেক্টর। শোনা যায় তার হাত ধরেই বলি পাড়ায় যাতায়াত রোহিতের। 
তার প্রথম পরিচালিত সিনেমা ‘ফুল অর কাঁটে’। তবে জনপ্রিয়তা পান গোলমাল সিনেমার মধ্যদিয়ে। 

এর পর একে একে ব্যবসা সফল সিনেমার উপহার দেন রোহিত। তার বেশিরভাগ সিনেমায় দেখা গেছে অজয় দেবগনকে। সবশেষ সিনেমা সূর্যবংশীতেও অক্ষয় আর রণবীরের সঙ্গে দেখা গেছে অজয়কেই। 

২০১৪ সালে পরিচালনার গণ্ডি পেরিয়ে প্রযোজনায় নাম লেখান রোহিত, সিংহাম রিটার্ন সিনেমার মধ্য দিয়ে।  

ব্যক্তি জীবনে কারের শখ রোহিতের। যদিও তার প্রতিটি সিনেমায় গাড়ি ভাঙচুরের দৃশ্যই থাকে বেশি। 

৩৫ টাকা দিন মজুরি পেতেন যেই রোহিত, বর্তমানে তার মোট সম্পদের পরিমান কিন্তু ৩৮ মিলিয়ন ইউএস ডলার। অর্থাৎ  ২১৬ কোটি ভারতীয় রুপি। 

সূত্রঃ আনন্দবাজার অনলাইন

আরএমএ