ঢাকা, সোমবার   ০৬ মে ২০২৪,   বৈশাখ ২২ ১৪৩১

নিজেদের ‘ধর্মযুদ্ধ’র কথা জানালেন রাজ-শুভশ্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:২৮ পিএম, ২৫ নভেম্বর ২০২১ বৃহস্পতিবার | আপডেট: ০৩:৪৭ পিএম, ২৫ নভেম্বর ২০২১ বৃহস্পতিবার

টালিপাড়ার জনপ্রিয় জুটি রাজ চক্রবর্তী-শুভশ্রী গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার সকালটা শুরু করলেন দুই বছরের অপেক্ষার অবসানের মধ্যদিয়ে। ঘোষণা দিলেন তাদের নতুন সিনেমা ‘ধর্মযুদ্ধে’র। জানালেন আগামী বছরের শুরুতেই বড় পর্দায় আসছে সিনেমাটি।

গত বছর এপ্রিলে সিনেমাটির মুক্তির তারিখ নির্দিষ্ট ছিল। কিন্তু করোনাভাইরাস পরিস্থিতির কারণে অনির্দিষ্টকালের জন্য তা পিছিয়ে যায়। এরপর চলতি বছর স্বাধীনতা দিবসের প্রাক্কালেও ‘ধর্মযুদ্ধ’ মুক্তির ঘোষণা করেছিলেন রাজ। কিন্তু পুনরায় বাতিল হয় পরিকল্পনা।

তবে বৃহস্পতিবার সিনেমার নতুন পোস্টার শেয়ার করে শুভশ্রী লেখেন, ‘‘ধর্মের লড়াই নাকি বেঁচে থাকার লড়াই? ২১ জানুয়ারি, ২০২২ ‘ধর্মযুদ্ধ’ আসছে পশ্চিম বাংলার সমস্ত প্রেক্ষাগৃহে।’’

সিনেমার নামেই ইঙ্গিত পাওয়া যায়, ধর্মের নামে মানুষে মানুষে ভেদাভেদ, ধর্ম নিয়ে রাজনীতিই এই সিনেমার প্রেক্ষাপট।

পরিচালক রাজের ধর্মযুদ্ধে শুভশ্রীর পাশাপাশি থাকছেন সোহম চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী, পার্নো মিত্র এবং স্বাতীলেখা সেনগুপ্ত। সূত্র: হিন্দুস্তান টাইমস

এমএম/এসবি/