ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৩ ১৪৩১

গৃহবধূকে পিটিয়ে হত্যা, শ্বশুর-শাশুড়িসহ আটক ৩

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ০৩:৪০ পিএম, ২৫ নভেম্বর ২০২১ বৃহস্পতিবার | আপডেট: ০৩:৪১ পিএম, ২৫ নভেম্বর ২০২১ বৃহস্পতিবার

নোয়াখালী পৌরসভার ৪নং ওয়ার্ডে যৌতুকের দাবিতে শিরিন আক্তার (২২) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনা নিহতের শ্বশুর, শাশুড়ি ও ভাসুরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ভোরে পৃথকস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

এরআগে বুধবার নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় গৃহবধূ শিরিন আক্তার। নিহত শিরিন জেলার সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের মো. সেলিমের মেয়ে। 

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, নিহতের শ্বশুর নূর ইসলাম (৪৮), শাশুড়ি শাহীনুর বেগম (৪২) ও ভাসুর রাসেল (২৬)।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক বছর আগে নোয়াখালী পৌরসভার ফকিরপুর এলাকার নূর ইসলামের ছেলে সোহেলের সাথে বিয়ে হয় শিরিনের। বিয়ের পর থেকে যৌতুকের জন্য শিরিনকে একাধিকবার মারধর করে সোহেল ও তার পরিবারের লোকজন। 

গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে যৌতুকের জন্য পুনঃরায় মারধর করে তাকে। একপর্যায়ে সে অচেতন হয়ে পড়লে তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে ওই হাসপাতালে মারা যায় শিরিন। 

খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওই হাসপাতালের মর্গে প্রেরণ করে।

সুধারাম মডেল থানার উপ-পরিদর্শক ত্রিদীপ বড়ুয়া জানান, ঘটনায় নিহতের বাবা বাদি হয়ে স্বামীসহ ৪ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলায় অভিযুক্ত ৩ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

তিনি আরও জানান, বৃহস্পতিবার দুপুরে ময়না তদন্ত শেষে নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এএইচ/