ঢাকা, রবিবার   ০৩ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৮ ১৪৩২

ধামইরহাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:৩০ পিএম, ২৮ নভেম্বর ২০২১ রবিবার

নওগাঁর ধামইরহাটে ডোবার পানিতে পড়ে দেড় বছরের শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ওই ডোবা থেকে শিশু সানজিদা খাতুনের লাশ উদ্ধার করা হয়। নিহত সানজিদা উপজেলার আলমপুর ইউনিয়নের বীরগ্রাম মোল্লাপাড়া গ্রামের আলাল হোসেনের মেয়ে।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, শিশুটির মা-সহ পরিবারের অন্য লোকজন আমন ধান কাটামাড়াই নিয়ে ব্যস্ত থাকায় সকলের অজান্তে সানজিদা বাড়ীর সামনে একটি ডোবার পার্শে খেলতে যায়। খেলার এক পর্যায়ে সে পানিতে পড়ে যায়। পরিবারের পক্ষ থেকে অনেক খোঁজাখুঁজির পর শিশুটির মা ডোবার পানি থেকে সানজিদা উদ্ধার করে। তাৎক্ষণিক তাকে স্থানীয় পল্লী চিকিৎসকের নিকট নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ কেএম রাকিবুল হুদা বলেন, খবর জানার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোন অভিযোগ না থাকার সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
কেআই//