ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪,   চৈত্র ১৪ ১৪৩০

শীতকালে সুতি শাড়ি পরা হয় না? যত্নে রাখবেন কীভাবে?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০১ পিএম, ২৯ নভেম্বর ২০২১ সোমবার

নভেম্বর শেষ, তাপমাত্রার পারদও নামছে দ্রুত। ইতিমধ্যে আলমারি থেকে শীতবস্ত্রগুলোও বেরিয়ে পড়েছে। শীতকালে সোয়েটার, টুপিতে নিজেকে জড়িয়ে রাখতে গিয়ে সুতির শাড়ি পড়া প্রায় হয়েই ওঠে না। সুতির শাড়িগুলো ভাল রাখতে এই শীতে ত্বকের পাশাপাশি যত্ন নিন শাড়িরও।

কীভাবে নেবেন সুতির শাড়ির যত্ন?

১) সুতি শাড়ির রং দীর্ঘদিন ধরে রাখতে শাড়ি ধোয়ার সময় ঈষদুষ্ণ পানিতে একফোঁটা বিট লবণ মিশিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। ১০-১৫ মিনিট পরে ঠাণ্ডা পানিতে ধুয়ে নিন, শাড়ির রং বজায় থাকবে।

২) সুতির কাপড় কাঁচার ক্ষেত্রে ডিটারজেন্ট পাউডার না ব্যবহার করাই ভাল। সেক্ষেত্রে অল্প রিঠা দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে সুতির কাপড় কাঁচলে অনেক দিন পর্যন্ত শাড়ি নতুনের মতো থাকে।

৩) সুতির শাড়ি ধোয়ার সময় হাল্কা মাড় দিয়ে নিলে ভাল। এতে শাড়ি বহুদিন কড়েকড়ে থাকবে। মাড় দেওয়া শাড়ি হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখলে শাড়ির ভাঁজ ঠিক থাকবে।

৪) সুতির কাপড় ভুলেও ড্রাইওয়াশ করতে পাঠাবেন না। এতে শাড়ির দৈর্ঘ্য কমে যাওয়ার আশঙ্কা থাকে।

৫) সুতির শাড়ি আলমারিতে তোলার সময় খবরের কাগজ পেতে রাখুন। শাড়ির ভাঁজে অবশ্যই নিমপাতা অথবা ন্যাপথলিন রাখুন।

সূত্র: আননন্দবাজার অনলাইন

এসবি