ঢাকা, বুধবার   ০১ মে ২০২৪,   বৈশাখ ১৭ ১৪৩১

পহেলা ডিসেম্বর থেকে লাল-সবুজের মহোৎসব করবে এফবিসিসিআই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:০২ পিএম, ৩০ নভেম্বর ২০২১ মঙ্গলবার

বিজয়ের ৫০ বছর উদযাপনে পহেলা ডিসেম্বর থেকে ষোল দিনব্যাপী লাল-সবুজের মহোৎসব করবে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই)।

মঙ্গলবার (৩০ নভেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এফবিসিসিআই এ তথ্য জানায়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, অর্থনৈতিক অগ্রগতি কিংবা সামাজিক সূচকের শক্তিশালী অবস্থান, দুর্বল এক শিশুরাষ্ট্র থেকে বিশ্বের অন্যতম প্রতিশ্রুতিশীল অর্থনৈতিক শক্তি, পরর্নিভরতা থেকে বেরিয়ে এসে, আত্বনির্ভরতায় বলীয়ান হয়ে ওঠা; বাংলাদেশের ৫০ বছরের গল্পটা সফলতার, অর্জনের। 

যাদের আত্মত্যাগের বিনিময়ে বিজয় এসেছে, যে মহান নেতার নেতৃত্বে মিলেছে বাঙালীর নিজস্ব মানচিত্র, যাঁর সুদক্ষ শাসনে দেশ উঠে এসেছে উন্নয়নের মহাসড়কে, তাদের সবার প্রতি বিনম্র কৃতজ্ঞতা প্রকাশ করতে বাংলাদেশের শীর্ষ বাণিজ্যিক সংগঠন এফবিসিসিআই আয়োজন করেছে ষোল দিনব্যাপী লাল সবুজের এই মহোৎসব। 

আগামী পহেলা ডিসেম্বর থেকে হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে শুরু হবে এফবিসিসিআই আয়োজিত এ মহোৎসব। 

বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টায় ভার্চুয়ালি এ আয়োজনের উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অন্যান্য দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সশরীরে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের স্পিকার এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রীবর্গ। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানসহ প্রতিদিনের আয়োজনে বিশেষ অতিথি হিসেবে সশরীরে উপস্থিত থাকবেন মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। আর সভাপতিত্ব করবেন ও স্বাগত বক্তব্য দেবেন এফবিসিসিআই’র সভাপতি মোঃ জসিম উদ্দিন। 

এফবিসিসিআই’র বিজয় উৎসবের সার্বিক সহযোগিতা করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। প্রতিদিনের অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য দেবেন ডিএনসিসির মেয়র মোঃ আতিকুল ইসলাম। 

১৬ দিনের মহা উৎসবের সংক্ষিপ্ত বিবরণ:

ডিসেম্বর ০১, ২০২১    : স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আতশবাজি
ডিসেম্বর ০২, ২০২১    : শিশু কিশোর ও বিশেষ শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান
ডিসেম্বর ০৩, ২০২১    : নারীদের অংশগ্রহণে বিশেষ অনুষ্ঠান
ডিসেম্বর ০৪, ২০২১    : নজরুল উৎসব
ডিসেম্বর ০৫, ২০২১    : রবীন্দ্র উৎসব
ডিসেম্বর ০৬, ২০২১    : নৃত্য উৎসব
ডিসেম্বর ০৭, ২০২১    : অঞ্চলভিত্তিক অনুষ্ঠান : ঢাকা ও ময়মনসিংহ বিভাগ 
ডিসেম্বর ০৮, ২০২১    : অঞ্চলভিত্তিক অনুষ্ঠান : চট্টগ্রাম ও রংপুর বিভাগ 
ডিসেম্বর ০৯, ২০২১    : অঞ্চলভিত্তিক অনুষ্ঠান : রাজশাহী ও বরিশাল বিভাগ 
ডিসেম্বর ১০, ২০২১    : অঞ্চলভিত্তিক অনুষ্ঠান : খুলনা ও সিলেট বিভাগ 
ডিসেম্বর ১১, ২০২১    : সশস্ত্র ও পুলিশ বাহিনীর সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠান
ডিসেম্বর ১২, ২০২১    : লোকসংগীত
ডিসেম্বর ১৩, ২০২১    : চলচ্চিত্র তারকাদের অংশগ্রহণে অনুষ্ঠান
ডিসেম্বর ১৪, ২০২১    : মঞ্চনাটক
ডিসেম্বর ১৫, ২০২১    : কনসার্ট
ডিসেম্বর ১৬, ২০২১    : রাষ্ট্রীয় অনুষ্ঠান, সরাসরি সম্প্রচার ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও আতশবাজি

এসি