ঢাকা, শুক্রবার   ১৩ ডিসেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ২৮ ১৪৩১

বলিউড নায়িকাদের নির্মেদ ফিগারের নেপথ্যে কে?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:৪৪ পিএম, ১ ডিসেম্বর ২০২১ বুধবার | আপডেট: ০৭:১২ পিএম, ১ ডিসেম্বর ২০২১ বুধবার

বলিউডের প্রথম সারির নায়িকা ক্যাটরিনা থেকে দীপিকা, সকলেই নিজের ফিগার নিয়ে যথেষ্ট সচেতন। কিন্তু তাদের এই নির্মেদ চেহারার পেছনে আছেন কে? কেই বা তাদের এমন সুন্দর ফিগার তৈরিতে সাহায্য করেন? 

নাম তার ইয়াসমিন। প্রায় ২৫ বছর ধরে বলিপাড়ার নায়িকাদের ফিট চেহারার নেপথ্যে রয়েছেন তিনি। তিনি মুলত জিম ইন্সট্যাকটর। পিলাটিস, টাক জাম্প এবং সুইসাইড পুস  সিস্টেমে শরীর চর্চার মাধ্যমে নায়িকাদের আকর্ষণীয় ফিটনেস তৈরিতে সাহায্য করেন তিনি।

'টিপ টিপ বরসা পানি'-তে সিলভার শাড়িতে যে উষ্ণতা ছড়িয়েছেন ক্যাটরিনা, তার পেছনেও ছিলো ইয়াসমিনের কড়া মেহনত। শুধু ক্যাটরিনাই নয় সোফি চৌধুরী থেকে প্রীতি জিন্তা সকলেই ইয়াসমিনের ভালো বন্ধু।

বলিউডের আরেক ফিগার আইকন দীপিকা পাডুকোনের এই নির্মেদ চেহারার পিছনেও রয়েছন ইয়াসমিনের হাত।

সূত্র: এই সময়
এমএম/এসবি