ঢাকা, সোমবার   ০৩ জুন ২০২৪,   জ্যৈষ্ঠ ২০ ১৪৩১

চুপিসারে বাগডোগরা বিমানবন্দরে সানি লিওনি, ব্যাপারটা কী?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০১:৩৩ পিএম, ৫ ডিসেম্বর ২০২১ রবিবার

চুপিসাড়ে বাগডোগরা বিমানবন্দরে সানি লিওনি। পরনে কালো জ্যাকেট ও কালো টুপি। মুখে লাল-হলুদ মাস্ক। নিজের ব্যাগটি নিয়ে বিমানবন্দর থেকে বেরিয়ে যাওয়ার মুহূর্তেই হলেন ক্যামেরাবন্দি।

শনিবার সকালে  বাগডোগরা বিমানবন্দরে নামেন সানি। বিশেষ কারণেই অভিনেত্রীর এই উত্তরবঙ্গ সফর বলে জানা গেছে। একটি নাইট ক্লাবের অনুষ্ঠানে যোগ দিতে গ্যাংটকে গেছেন তিনি। সেখানে নাকি তার পারফর্ম করার কথা। 

পোস্টার দেখে যা বোঝা যাচ্ছে, তাতে তিন দিন ধরে নাইট ক্লাবে চলছে অনুষ্ঠান। শুক্রবার সেখানে ছিলেন কায়নাত অরোরা। শনিবার থাকছেন সানি লিওনি। আর রবিবার নাইট ক্লাবে উপস্থিত থাকার কথা হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী করিশ্মা তান্নার। 

বাগডোগরা বিমানবন্দরে সানি লিওনের সঙ্গে দেখা গেছে তার স্বামী ড্যানিয়েল ওয়েবারকেও।

আগেও একবার সিকিমে গিয়েছিলেন সানি ও ড্যানিয়েল। সেটা অবশ্য ২০১৯ সালে। সেই সময়ে বাগডোগরা বিমানবন্দরে সানিকে দেখার জন্য যে ভিড় হয়েছিল, তা সামাল দিতে পুলিশ মোতায়েন করতে হয়েছিল। 

ধারণা করা হচ্ছে এইসব ভোগান্তি এড়াতেই চুপিসারে বাগডোগরা এয়ারপোর্টে নেমেছেন তিনি। 

সূত্র: সংবাদ প্রতিদিন
এমএম/এসবি