ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫,   আষাঢ় ২৩ ১৪৩২

সাপ মারতে ১৫ কোটি টাকার বাড়ি পুড়ে ছাই!

একুশে টেলিভিশন  

প্রকাশিত : ০৪:০৭ পিএম, ৫ ডিসেম্বর ২০২১ রবিবার

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের ডিকারসনে সাপ তাড়ানোর চেষ্টায় একটি পুরো বাড়িই পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে গেল ২৩ নভেম্বর।

স্থানীয় দমকল বাহিনীর প্রধান মুখপাত্র পিট পিরিঞ্জার বলেন, দশ হাজার বর্গফুটের বাড়িটিতে অনেকদিন ধরেই চলছিল সাপের উপদ্রব। 

সেই সমস্যা থেকে বাঁচতেই মূলত, কয়লা দিয়ে ধোঁয়া তৈরি করেছিলেন বাড়ির সদস্যরা। সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়েছিল বলে ধারণা করছেন দমকল বাহিনীর সদস্যরা। তারা বলছেন, কয়লাগুলো সম্ভবত বেজমেন্টে দাহ্য কোনো পদার্থের কাছাকাছি রাখা হয়েছিল, যে কারণে আগুন ছড়িয়ে পড়েছিল দ্রুত।  

তবে আগুন লাগার সময় ওই বাড়িতে কেউ ছিলেন না। যে কারণে হতাহতের ঘটনা ঘটেনি। তবে পুড়ে গেছে পুরো বাড়ি এবং বাড়ির মূল্যবান জিনিসপত্র। 

পিট পিরিঞ্জার বলেন, আগুনে থেকে সৃষ্ট ধোঁয়া দেখে এক পথচারী খবর দেয়, এর পরপরই ৭৫ জনের একটি দল নিয়ে ঘটনাস্থলে পৌঁছান তারা। তবে এলাকায় কোনো ফায়ার হাইড্রেন্ট না থাকায় আগুন নেভাতে সময় লেগেছে। আর ততক্ষণে পুড়ে গেছে বাড়ির বেশিরভাগ অংশ। 

বাড়িটি প্রায় এক দশমিক আট মিলিয়ন মার্কিন ডলারে কেনা হয়েছিলো, যা বাংলাদেশি টাকায় ১৫ কোটি ৪২ লাখ টাকা। তবে আগুন লাগানোর উদ্দেশ্য প্রণোদিত কোনো কারণ না পাওয়ায় এটিকে দুর্ঘটনা বলে উল্লেখ করেছে পুলিশ। 

সূত্র: সিএনএন 

এসবি