ঢাকা, মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৬ ১৪৩১

সিজিএ ভবনে স্বেচ্ছা রক্তদান কার্যক্রম পালিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:১৩ পিএম, ৭ ডিসেম্বর ২০২১ মঙ্গলবার

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মত্যাগের স্মরণে হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ে (সিজিএ) অনুষ্ঠিত হলো স্বেচ্ছা রক্তদান কর্মসূচি অনুষ্ঠান।

এতে সিজিএ-র ৩৩ জন কর্মকর্তা-কর্মচারী মানুষের কল্যাণে স্বেচ্ছায় রক্তদান করেন। কর্মসূচির উদ্বোধন করেন হিসাব মহানিয়ন্ত্রক মো. নূরুল ইসলাম।

কোয়ান্টাম ফাউন্ডেশনের সহযোগিতায় মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে দশটায় রাজধানীর সেগুনবাগিচাস্থ সিজিএ ভবন চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানে মো. নূরুল ইসলাম বলেন, সিজিএ অফিসের পক্ষ থেকে আমরা যে রক্তদান কর্মসূচি পালন করছি, সেই রক্তদান কর্মসূচি বঙ্গবন্ধুর আদর্শের চেতনায়, মুক্তিযুদ্ধের চেতনায়। এই কর্মসূচির মাধ্যমে আমরা মানুষের পাশে দাঁড়াতে চাই। মানবতার সেবায় আমাদের এ ধরনের কর্মসূচি বিশাল ভূমিকা রাখতে পারবে বলে আমাদের বিশ্বাস।

তিনি আরো বলেন, রক্তদানের মতো এমন মহতী কার্যক্রমের মাধ্যমে মূলত মানুষের মধ্যে সমমর্মিতা জাগ্রত হচ্ছে। রক্ত গ্রহীতারা যতদিন বেঁচে থাকবেন ততদিন তারা এই রক্ত ধারণ করবেন। এরপরও এই রক্ত বংশ পরম্পরায় বহমান থাকবে। রক্তদানের মতো এমন কার্যক্রমের জন্যে কোয়ান্টামের প্রতি তিনি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিজিএ কার্যালয়ের অতিরিক্ত হিসাব মহানিয়ন্ত্রক (প্রশাসন) মো. আজিজুল হক। শুভেচ্ছা বক্তব্য দেন কোয়ান্টাম ফাউন্ডেশন মিডিয়া সেলের আহ্বায়ক ও বিপরীত স্রোত সম্পাদক মোহাম্মদ মাহমুদুজ্জামান। 

স্বেচ্ছা এই রক্তদান কর্মসূচিতে উপস্থিত থেকে রক্তদাতাদের উদ্বুদ্ধ করেন দেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী এসআই টুটুল এবং অভিনয়শিল্পী মোমেনা চৌধুরী। অনুষ্ঠানে বঙ্গবন্ধু, তাদের পরিবার ও সকল শহীদদের জন্যে এবং দেশের শান্তি ও সমৃদ্ধির জন্যে বিশেষ দোয়া করা হয়।

এসি