ঢাকা, মঙ্গলবার   ১৯ আগস্ট ২০২৫,   ভাদ্র ৩ ১৪৩২

প্রথম ইনিংসে ৮৭ রানে অলআউট বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৩ এএম, ৮ ডিসেম্বর ২০২১ বুধবার | আপডেট: ১০:৩২ এএম, ৮ ডিসেম্বর ২০২১ বুধবার

মিরপুর টেস্টের শেষ দিনে পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। ফলোঅন এড়াতে মাত্র ২৫ রান প্রয়োজন ছিল স্বাগতিকদের। আর হাতে ছিল ৩টি উইকেট। কিন্তু পাকিস্তানের বোলারদের তোপের মুখে এই ২৫ রানও তুলতে পারেনি তারা। ফলে ফলোঅনে পড়েছে বাংলাদেশ।

পাকিস্তানের সাজিদ খান ৮ উইকেট শিকার করেছেন। বাংলাদেশ শেষ দিন যে ১০ রান করেছে পুরোটাই এসেসে সাকিব আল হাসানের ব্যাট থেকে। ৩৩ করে বাংলাদেশ ইনিংসের সর্বোচ্চ স্কোরার তিনিই। নাজমুল হোসেন শান্তর ব্যাট থেকে এসেছে ৩০।

ফলোঅনে পড়া বাংলাদেশ আবারো ব্যাটিংয়ে নামছে।

এর  আগে পাকিস্তান ৪ উইকেটে ৩০০ রানে ইনিংস ঘোষণা করে। বাংলাদেশের ফলোঅন এড়াতে দরকার ছিল ১০১ রান। চতুর্থ দিন ৭ উইকেটে ৭৬ রান তুলে দিন শেষ করে বাংলাদেশ। 

বুধবার শেষ দিন ১১ রান যোগ করতেই শেষ ৩ উইকেট। বাংলাদেশ অলআউট হয় মাত্র ৮৭ রানে।

এরপর দ্বিতীয় ইনিংসে আবারও ব্যাট করতে মাঠে নামে মমিনুল বাহিনী। এ প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ- ৫ ওভারে ২ উইকেট হারিয়ে ১৩ রান। 
এসএ/