ঢাকা, মঙ্গলবার   ০৭ মে ২০২৪,   বৈশাখ ২৩ ১৪৩১

২ মন্ত্রীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের বিষয়ে শুনানি ২৭ মার্চ পর্যন্ত মুলতবি

প্রকাশিত : ১২:৪০ পিএম, ২০ মার্চ ২০১৬ রবিবার | আপডেট: ০৩:০৮ পিএম, ২০ মার্চ ২০১৬ রবিবার

খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের বিষয়ে শুনানি আগামী ২৭ মার্চ পর্যন্ত মুলতবি করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। মীর কাসেম আলীর যুদ্ধাপরাধ মামলার আপিল রায় নিয়ে ‘অবমাননাকর’ মন্তব্যের বিষয়ে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম যে ব্যাখ্যা দিয়েছেন, তা যথাযথ না হওয়ায় তাকে নতুন করে ব্যাখ্যা দাখিলের নির্দেশ দেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের সাত সদস্যের বেঞ্চ আজ রোববার এ আদেশ দেন। আপিল বিভাগের নির্দেশনা অনুযায়ী খাদ্যমন্ত্রী কামরুল ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক রোববার সকালে আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে নি:শ্বর্ত ক্ষমা চেয়ে রুলের জবাব দাখিল করেন। এর আগে আইনজীবীর মাধ্যমে নিঃশর্ত ক্ষমা চাওয়ার কথা জানিয়ে রেখেছেন দুই শুনানির পরে খাদ্যমন্ত্রীর করা লিখিত আবেদন গ্রহন করেন নি আপিল বিভাগ। তবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর আবেদন আংশিক গ্রহণ করেন আদালত। প্রধান বিচারপতি রুলের শুনানিতে বলেন, আদালত সংবিধানের অংশ, আদালত নিয়ে মন্তব্য করে সংবিধানকে সমুন্নত রাখেননি দুই মন্ত্রী। মন্ত্রীরা শপথও ভঙ্গ করেছেন। তবে এ বিষয়ে জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান। গত ৫ই মার্চ ঢাকায় এক গোলটেবিল আলোচনায় প্রধান বিচারপতিকে বাদ দিয়ে নতুন বেঞ্চ গঠন করে মীর কাসেমের আপিলের পুনঃশুনানির দাবি তোলেন কামরুল ইসলাম। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীও প্রধান বিচারপতির মন্তব্য প্রত্যাহারের দাবি জানান ।এরপর ৮ মার্চ মীর কাসেমের চূড়ান্ত রায় ঘোষণার আগে প্রধান বিচারপতি এস কে সিনহা আপিল বিভাগের সব বিচারককে নিয়ে বসে দুই মন্ত্রীকে তলবের আদেশ দেন।