ঢাকা, শুক্রবার   ১৭ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

নাটোরে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১১:০৫ এএম, ১২ ডিসেম্বর ২০২১ রবিবার | আপডেট: ১১:০৮ এএম, ১২ ডিসেম্বর ২০২১ রবিবার

‘ডিজিটাল বাংলাদেশের অর্জন উপকৃত সকল জনগণ’ এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে নানা আয়োজনে ৫ম ডিজিটাল বাংলাদেশ দিবস পালন করা হয়েছে। 

এই উপলক্ষে রোববার সকালে জেলা কালেক্টরেট কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া শেষে বেলুন উড়িয়ে দিবসের সূচনা করেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। 

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম আহমেদ, পুলিশ সুপার লিটন কুমার সাহা, সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাদিম সারোয়ার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রহিমা খাতুন, সদর উপজেলা নির্বাহী অফিসার আফরোজা খাতুন।

এছাড়া আওয়ামী লীগ নেতা দিলীপ কুমার দাস, যুবলীগ নেতা এহিয়া চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ সাকিব বাকী, পৌরসভার প্যানেল মেয়র আরিফুর রহমান মাসুম সহ জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে আগত অতিথিদের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসনের আয়োজনে র‌্যালী ও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এএইচ/