ঢাকা, মঙ্গলবার   ২১ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

মধ্যরাতে বিস্ফোরণ, ৫ তলা ভবনের একাংশে ধস

একুশে টেলিভিশন  

প্রকাশিত : ০৮:১০ এএম, ১৪ ডিসেম্বর ২০২১ মঙ্গলবার

রাজধানীর পুরান ঢাকায় বিকট শব্দে বিস্ফোরণের পর একটি পাঁচতলা ভবনের আংশিক ধসে পড়েছে। জমানো গ্যাস বিস্ফোরণে ভবনটি ধসে পড়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিস কর্মীরা ভবনটির ভেতরে আটকাপড়াদের উদ্ধারে কাজ করছে।

সোমবার মাঝরাতে পুরান ঢাকার নাজিরা বাজার এলাকার ওই ভবনটির নিচতলায় হঠাৎ এই বিস্ফোরণের ঘটনা ঘটে। 

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, রাত দেড়টার দিকে বিস্ফোরণের খবর জানায় স্থানীয় বাসিন্দারা। সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস কর্মীরা, নয়টি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এখনও চলছে উদ্ধার অভিযান। 

এ ঘটনায় এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। 

এসবি/