ঢাকা, বৃহস্পতিবার   ১৬ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ২ ১৪৩১

বুদ্ধিজীবীদের জন্য বায়তুল মোকাররমে দোয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:৪৬ পিএম, ১৪ ডিসেম্বর ২০২১ মঙ্গলবার

শহীদ বু্দ্ধিজীবী দিবস উপলক্ষে বিশেষ দোয়ার আয়োজন করেছে সামাজিক সংগঠন ন্যাশনাল ফ্রেডশিপ সোসাইটি (এনএফএস)। 

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বাদ আসর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের এনএফএস ঢাকা মহানগর দক্ষিণ শাখা এ আয়োজন করে। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জাতীয় মসজিদের প্রধান মুয়াজ্জিন হাফেজ ক্বারী মাওলানা কাজী মাসুদুর রহমান।

দোয়া-মুনাজাতের আগে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি গণবন্ধু রাহাত হুসাইন বলেন, বুদ্ধিজীবীরা বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান। পাকিস্তানের দোসর, রাজাকার ও পাক সন্ত্রাসীরা বাঙালি জাতিকে পিছিয়ে দিতেই বিজয়ের প্রাক্কালে বুদ্ধিজীবীদের হত্যা করে। তরুণ প্রজন্মকে পাকিস্তানের ঘৃণ্য সকল কর্মকাণ্ড সম্পর্কে জানতে হবে, জানাতে হবে। 

দোয়ার অনুষ্ঠানে অংশ নেন ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত দোয়ার আয়োজনে অংশ নেন ন্যাশনাল ফ্রেন্ডশিপ সোসাইটির (এনএফএস) উপদেষ্টা মণ্ডলীর সদস্য আবু হেনা মোস্তফা সাদেক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাদিক ভিস্তি, আইন সম্পাদক কাজী মামুনুর রহমান মাহিম, কেন্দ্রীয় নেতা কাজী শাকিল, ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাসুম চৌধুরী, সাধারণ সম্পাদক জাহিদ হাসান, মতিঝিলের সভাপতি আরমান হোসেনসহ অন্যরা।

এসি