ঢাকা, রবিবার   ০২ জুন ২০২৪,   জ্যৈষ্ঠ ১৯ ১৪৩১

ইসলামকে বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে: জাকের পার্টির চেয়ারম্যান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:০১ পিএম, ১৫ ডিসেম্বর ২০২১ বুধবার

জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল বলেছেন, ‘এমন কোনো কাজ করবেন না যাতে ইসলামের ক্ষতি হয়। দেশের মানুষের ক্ষতি হয়। ইসলামকে বিকৃতভাবে এ জাতির সামনে উপস্থাপন করা হচ্ছে। বীভৎস রূপে উপস্থাপন করা হচ্ছে।’ 

তিনি বলেন, ‘এর ফলে মুসলমানই ইসলাম ভয় পায়। অন্য ধর্মাবলম্বীরাও নিরাপদ বোধ করেন না। অথচ ইসলাম প্রেমের ধর্ম। শান্তি, ঐক্য ও সাম্যের ধর্ম। ইসলাম মুসলমানসহ সকল ধর্মের মানুষের নিরাপত্তার গ্যারান্টি দেয়।’ 

বগুড়া শহরের বনানীস্থ সিয়েস্তা কনভেনশন সেন্টারে গত শনিবার বিকালে আয়োজিত এক ইসলামী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।   

রাজশাহী বিভাগীয় জাকের পার্টি এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. সায়েম আমীর ফয়সল। সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় জাকের পার্টির সভাপতি ফয়সাল বিন শফিক সনি। অন্যদের মধ্যে বক্তৃতা করেন জাকের পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব শামীম হায়দার।

এসি