ঢাকা, রবিবার   ০৩ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৮ ১৪৩২

যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হচ্ছে মেহেরপুরে  

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৩৯ এএম, ১৬ ডিসেম্বর ২০২১ বৃহস্পতিবার

মেহেরপুরে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে মহান বিজয় দিবস ও বিজয়ের সুবর্ণজয়ন্তী।

দিবসটি পালন উপলক্ষে বৃহস্পতিবার ভোরে সূর্যোদয়ের সাথে সাথে শহরের কলেজমোড়ে অবস্থিত শহীদবেদীতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক ডঃ মনছুর আলম খান ও পুলিশ সুপার রাফিউল আলম।

পরে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। 

এরপর একে একে বিভিন্ন রাজনৈতিক দল ও তাদের অঙ্গ সংগঠন, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। 

দিনের অনান্য কর্মসূচির মধ্যে রয়েছে স্টেডিয়াম মাঠে কুচকাওয়াজ, শরীরচর্চা, বিজয়র‌্যালি ও শপথ অনুষ্ঠানসহ নানা আয়োজন।

এএইচ/