ঢাকা, মঙ্গলবার   ০৭ মে ২০২৪,   বৈশাখ ২৩ ১৪৩১

৩ ডোজ টিকা নিয়েও ওমিক্রনে আক্রান্ত মুম্বাইয়ের যুবক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০২ পিএম, ১৮ ডিসেম্বর ২০২১ শনিবার | আপডেট: ১২:০৪ পিএম, ১৮ ডিসেম্বর ২০২১ শনিবার

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন মুম্বাইয়ের এক যুবক। যিনি করোনা প্রতিরোধের তিনটি ডোজই নিয়েছিলেন। তবে ওই যুবক একেবারেই উপসর্গহীন।

মুম্বাই মিউনিসিপ্যাল ​​কর্পোরেশন (বিএমসি) এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার নিউইয়র্ক থেকে ফিরে আসা ২৯ বছর বয়সি এক যুবকের দেহে ওমিক্রন ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। 

জানা গেছে, তিনি ফাইজার করোনা ভ্যাকসিনের তিনটি ডোজই নিয়েছিলেন। বিমানবন্দরে করোনা পরীক্ষায় পজিটিভ ধরা পড়ে তার। এরপর নমুনাগুলো জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়েছিল। সেখানে ওই যুবকের দেহে নয়া ভ্যারিয়েন্টটি শনাক্ত হয়।

বিএমসি আরও জানিয়েছে, ‘সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রোগীকে ইতিমধ্যেই হাসপাতালে পাঠানো হয়েছে। যদিও তার কোনও উপসর্গ নেই।’

এদিকে, শুক্রবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব লভ আগরওয়াল জানিয়েছেন, দেশের ১১ রাজ্যে ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে, এতে আক্রান্ত হয়েছেন ১০১। এই মুহূর্তে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে হবে। কোন ধরনের জমায়েত করা চলবে না।’

ইউরোপে করোনা অতিমারীর নতুন ধাপ শুরু হয়েছে। সবচেয়ে কঠিন পরিস্থিতি ব্রিটেনে। দ্বিগুণ নয় একেবারে তিনগুণ গতিতে সেখানে বাড়ছে ওমিক্রন। অন্যদিকে, আমেরিকার অবস্থাও ক্রমাগত অবনতির দিকে যাচ্ছে। দেশটিতে দ্বিগুণ গতিতে বৃদ্ধি পাচ্ছে আক্রান্তের সংখ্যা।

এএইচ/